Wed, Dec 23, 2020 12:51 PM
নেসার আহমেদ: কোভিড ~১৯ এর কারনে সামস্ত দুনিয়ার অর্থনীতি যেখানে বিপর্যস্ত সেখানে টরন্টো ও তার আশে পাশে বাড়ির দাম গত বছরের তুলনায় প্রায় ২০ % বেড়ে গেছে। অন্যদিকে টরন্টোতে মানুষ বাড়ি ভাড়া দিতে পাড়ছেনা বলে গড়ে বাড়ি ভাড়া প্রায় ৪০০ ডলার এর মত কমে গিয়েছে। তার পরও অনেক এপার্টমেন্ট ফাঁকা পড়ে আছে। সিটি অব টরন্টো গৃহহীণ মানুষের নতুন আশ্রয়ের জন্য নতন নতুন শেল্টার খুলছে। প্রত্যেকটা শেল্টার ফুল ক্যাপাসিটি। কোন শেল্টারে একটা সিট ফাঁকা নাই।
বৈশ্বিক এই মন্দার বাজারে টরন্টোতে বাড়ির দামের এই আশ্ফালন কি ভাবে সম্ভব? বেকারত্বের হার ১০ শতাংশের বেশী। অনেক সেক্টর পুরুপুরিই বন্ধ! মানুষ এত টাকা পেল কোথা থেকে?
লেখকের ফেসবুক পোষ্ট