Sat, Mar 21, 2020 12:57 AM
নতুনদেশ ডটকম; করোনা ভাইরাসের সংক্রমন রোধে ঘোষিত ‘সোশ্যাল ডিস্টেন্সিং’ এর নিয়ম ভঙ্গকারীদের মোটা অংকের জরিমিানা করা হবে বলে অন্টারিও পুলিশ ঘোষনা করেছে।
পুলিশের এক সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং এর বিধি ভং্গ করলে নাগরিকদের সর্বোচ্চ ১ হাজার ডলার এবং ব্যবসা প্রতিষ্ঠান বা সংগঠনকে সর্বোচ্চ ৫ লাখ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
গত সপ্তাহে ঘোসনা করা জরুরী অবস্থার আ্ওতায় ৫০ জন বা তারচেয়ে বেশি সংখ্যক লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া্ও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়।।
অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ বলেছে তারা স্বেচ্ছায় ‘সোশ্যাল ডিস্টেন্সিং এর নিয়ম অনুসরন করাকেউ উৎসাহিত করে। অধিকাংশ নাগরিকই এই বিধি মেনে চলছেন। কিন্তু কিছু সংখ্যক এই নিয়ম উপেক্ষা করছেন।
পুলিশ জানায়, তারা এখন থেকে এই নিয়ম ভঙ্গকারীদের জরিমানা করবেন।