Sat, Aug 4, 2018 6:06 PM
নতুনদেশ ডটকম: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা । রাত ১১ টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে ঢাকার একজন কূটনৈতিক সংবাদদাতা জানান। ঢাকা থেকে প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা মানবজমিন এ নিয়ে সংবাদ পরিবেশন করেছে।
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বাসায় একটি ডিনার পার্টিতে অংশ নিয়ে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন।
বদিউল আলম মজুমদারের উদ্ধৃতি দিয়ে মানবজমিন জানায়, রাত ১১ টায় তার বাসা থেকে বের হওয়ার পর বার্নিকাটের গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে। তারা গাড়ির পিছু পিছু ধাওয়া করে। হামলায় বার্নিকাটের গাড়ি চালক আহত হয়েছেন।